নির্বাচন কমিশন সচিবালয় ও কর্মকর্তা অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন
নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
একইসঙ্গে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার এ দুটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে।