ধানমন্ডি ৩২ নম্বরের দিকে গেছে দুটি বুলডোজার
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)।
এদিনেই দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র-জনতা। তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিলও করেছে ছাত্র-জনতা।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্রজনতা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।