শেখ হাসিনার রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মাঠে নামার চেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে জনমনে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়িয়েছে। সারাদেশে ৮৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এছাড়া গতকাল রাতে রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত ২০ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের অপকর্ম ও নাশকতামূলক তৎপরতা পর্যবেক্ষণে রেখেছে। ইতোমধ্যে রায় প্রদানকে ঘিরে সুপ্রিমকোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান সমকালকে বলেন, তেজগাঁও রেলস্টেশনের ৪ নম্বর লাইনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
র্যাব-২ গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে। এ ছাড়া ধানমন্ডি থেকে চারটি ককটেল উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় কম্পাউন্ডের ভেতর থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ কয়েকটি জেলা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুন দিয়েছে যানবাহনেও।