টঙ্গীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

৮ নভেম্বর ২০২৫ - ০৮:০১ পূর্বাহ্ণ
 0
টঙ্গীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকার কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দমকল বাহিনীর সদস্যরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গী, গাজীপুর ও আশপাশের স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মুহূর্তের মধ্যেই গোডাউনটি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।