বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমানবাহিনীর আয়োজনে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সঙ্গে সাত দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সফলভাবে শেষ হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং স্মরণীয় মুহূর্ত হিসেবে ফটোসেশনে অংশ নেন। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই মহড়াটি শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে। মূল লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতি ও প্রতিকূল অবস্থায় বিমানবাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ অংশ নেয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন এবং ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও এতে যুক্ত হন।
আইএসপিআরের তথ্যমতে, এ ধরনের মহড়ার মাধ্যমে দুই দেশের বিমানবাহিনী কেবল পেশাগত অভিজ্ঞতা বিনিময়ই নয়, বরং আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ কৌশলগত সক্ষমতা অর্জন এবং আঞ্চলিক নিরাপত্তায় পারস্পরিক আস্থার ভিত্তি মজবুত হবে।
তাছাড়া, বিমানবাহিনীর চিকিৎসক, প্রকৌশলী ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে যে সেবা দেওয়া হয়েছে, তা দুই দেশের সম্পর্ককে মানবিক ও স্থিতিশীল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলেও জানানো হয়েছে।