জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তা বাড়াতে আলোচনা চলছে: জার্মান উপমন্ত্রী

২৯ অক্টোবর ২০২৫ - ১১:১৭ পূর্বাহ্ণ
 0
জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তা বাড়াতে আলোচনা চলছে: জার্মান উপমন্ত্রী

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে রাজধানী ঢাকার যানজটে চোখ কপালে উঠেছে জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফের। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রসিকতার সুরে বলেন, “এ শহরটা যেন কখনও থেমে থাকে না! অবিশ্বাস্য যানজট, কিন্তু তাও সবকিছু চলছে।”

তবে ঢাকার ট্রাফিক নয়— তার দৃষ্টি ছিল দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও উন্নয়ন প্রক্রিয়ার দিকে। জার্মান এই সংসদ সদস্য মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতাই উন্নয়নের মূল চালিকা শক্তি।

ইওহান সাটফ বলেন, “আমি রাজনীতিতে এসেছি আমার পাঁচ সন্তানের ভবিষ্যতের জন্য। একইভাবে বাংলাদেশের প্রতিটি অভিভাবকের স্বপ্ন— নিজের সন্তানের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়া। রাজনীতিতে স্থিতিশীলতা এ জন্য অপরিহার্য।”

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা প্রসারে তিনি জানান, ‘স্মার্ট গ্রিড’ প্রকল্প নিয়ে জার্মানির সঙ্গে আলোচনা চলছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইওহান সাটফ আরও জানান, জার্মানি ইতোমধ্যে জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি ও সৌর ছাদ প্রকল্পের মতো টেকসই উদ্যোগে কাজ করছে। “আমি নিজেও জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই এ খাতটি আমার কাছে শুধু দায়িত্ব নয়, ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়,” বলেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গেও আশাবাদী মন্তব্য করেন জার্মান উপমন্ত্রী। তার ভাষায়, “বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে। জার্মানি শুধু উন্নয়ন অংশীদার নয়, ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবেও পাশে আছে এবং থাকবে। এই রূপান্তর প্রক্রিয়া যেন আরও মসৃণভাবে এগোয়, সে দিকেই আমরা কাজ করছি।”