দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

৯ আগস্ট ২০২৫ - ১২:৪১ অপরাহ্ণ
 0
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে। স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, ক্রীড়া প্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনসহ জেলা প্রশাসন ও ক্রীড়া বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।