‘জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও’

জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে শাহবাগে আপ বাংলাদেশের ডাকা গণ জমায়েতে অংশ নিয়ে এ কথা জানান সংগঠনটির মুখপাত্র শরিফ উসমান হাদি।
হাদি আরও বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে। ঘোষণাপত্র হলো রাজনৈতিক দিকনির্দেশনা, আর সনদ হবে তার আইনি কাঠামো। রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য দুটোই প্রয়োজন।
তিনি জানান, ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ, এনসিপি ও অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলনে রয়েছে। তবে সরকার যদি নির্দিষ্টভাবে জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঘোষণা না করে, তাহলে ৩ আগস্ট কফিন মিছিলসহ সচিবালয় ঘেরাও করা হবে।
হাদি আরও বলেন, সরকার যদি আজকের গণজমায়েতের পরও জুলাই সনদের বিষয়ে নির্দিষ্ট ঘোষণা না দেয়, তবে আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে ছাত্র ও জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করব।