ট্রাম্পকে ব্যঙ্গ করে রেকর্ড গড়ল ‘সাউথ পার্ক’ সিজন ২৭

১ আগস্ট ২০২৫ - ১২:২৮ অপরাহ্ণ
 0
ট্রাম্পকে ব্যঙ্গ করে রেকর্ড গড়ল ‘সাউথ পার্ক’ সিজন ২৭

জনপ্রিয় অ্যানিমেটেড সিটকম ‘সাউথ পার্ক’ তাদের সিজন ২৭-এর প্রথম পর্ব প্রচারের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নির্মিত এই পর্ব তিন দিনে ৫.৯ মিলিয়ন দর্শক। ‘সারমন অন দ্য মাউন্ট’ শিরোনামে প্রচারিত এই পর্বটি ছিল ১৯৯৯ সালের পর সবচেয়ে বেশি দর্শকপ্রিয় প্রিমিয়ার এপিসোড। এটি ২০২২ সালের পর ‘সাউথ পার্ক’-এর সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিজন প্রিমিয়ার হিসেবেও বিবেচিত হচ্ছে।

সিরিজের নির্মাতা ট্রে পার্কার এবং ম্যাট স্টোন এই পর্বে ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করেছেন, যেমন করে এর আগে তারা ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনকে চিত্রিত করেছিলেন। পর্বটিতে ট্রাম্পকে শয়তানের সঙ্গে যৌন সম্পর্কযুক্ত চরিত্রে দেখানো হয়, যা নিয়ে হোয়াইট হাউসের কড়া সমালোচনা এসেছে।

অন্যদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সাউথ পার্ক গত ২০ বছর ধরেই প্রাসঙ্গিক নয়। এখন এটি কেবল মনোযোগ পাওয়ার জন্য বস্তাপচা ও অনুপ্রাণনাহীন ধারণা ব্যবহার করছে। তবে সমালোচনার মাঝেও এই পর্ব পেয়েছে ৯.৬ আইএমডিবি রেটিং, যেখানে সিজন ২৬-এর প্রথম পর্ব পেয়েছিল মাত্র ৭.৩। সিজন ২৭-এর প্রথম পর্ব ১৮-৪৯ বছর বয়সী দর্শকের মধ্যে ০.৯৯৬ রেটিং পেয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। এছাড়া গত সিজনের তুলনায় ১৫ শতাংশের বেশি দর্শক প্রিমিয়ারটি উপভোগ করেছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সাউথ পার্ক গত ২০ বছর ধরেই প্রাসঙ্গিক নয়। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সাউথ পার্ক গত ২০ বছর ধরেই প্রাসঙ্গিক নয়। ছবি: সংগৃহীত

এরই মধ্যে প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে ‘সাউথ পার্ক’-এর নির্মাতাদের ৫০টি নতুন পর্ব তৈরির জন্য প্রায় ৩০০ মিলিয়ন ডলারের বার্ষিক চুক্তি সই হয়েছে, যা পরবর্তী পাঁচ বছর চলবে। এই চুক্তির আওতায় ‘সাউথ পার্ক’-এর সম্পূর্ণ আর্কাইভ প্যারামাউন্ট প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্থানান্তরিত হবে।

কমিডি সেন্ট্রাল জানিয়েছে, এই পর্বটি ছিল ‘সাউথ পার্ক’-এর ইতিহাসে সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত পর্ব। একই সঙ্গে এটি প্রচারিত দিনের সবচেয়ে আলোচিত টিভি প্রোগ্রাম হয়ে উঠেছে। রেকর্ড গড়া প্রথম পর্বের পর ‘সাউথ পার্ক’ সিজন ২৭-এর দ্বিতীয় পর্ব ৬ আগস্ট প্রচারিত হবে। সিরিজটি স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যে পর্ব নির্মাণ করে বলে সাময়িক বিলম্ব হয়েছে।