বন্দুক হামলায় নিহত নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তার স্ত্রী অন্তঃসত্ত্বা: মেয়র

২৯ জুলাই ২০২৫ - ০৮:২৭ পূর্বাহ্ণ
 0
বন্দুক হামলায় নিহত নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তার স্ত্রী অন্তঃসত্ত্বা: মেয়র

নিউইয়র্ক সিটিতে ভয়াবহ বন্দুক হামলায় নিহত এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ বিভাগ) কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি (দিদারুল ইসলাম) নিউইয়র্কবাসীদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি জীবন বাঁচাচ্ছিলেন—ঠিক যেমনটা একজন পুলিশ সদস্যের দায়িত্ব।’ ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম প্রায় তিন বছর ছয় মাস ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি ব্রঙ্কস এলাকার ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন বলে জানান মেয়র। খবর এনবিসি নিউজের।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুই ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

 
কমিশনার বলেন, ‘তিনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তিনি চূড়ান্ত আত্মত্যাগ করেছেন—ঠান্ডা মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, সেই পোশাক পরেই, যেটি ছিল এই শহরের প্রতি তার অঙ্গীকারের প্রতীক। তিনি একজন নিঃস্বার্থ বীর।’

মঙ্গলবার (২৯ জুলাই) নিউইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এলাকায় চালানো এই বন্দুক হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়র অ্যাডামস এই হামলাকে ‘একটি সহিংস ও জঘন্য আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তার মৃত্যু নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে গভীর শোক ও মর্মাহত করে তুলেছে।