বাঙালি মুসলমানদের পুশ-ইন করছে ভারত, শেখ হাসিনাকে কেন করছে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ-ইন করছেন না ভারত। সোমবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে, কিন্তু তারা মুসলমান এবং বাংলা ভাষায় কথা বলেন, এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পুশ-ইন করা হচ্ছে। সরকার কেন তাদের পুশ ব্যাক করছে না? এটা হচ্ছে একটা দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী সরকারের দায়িত্ব। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেয়া হয়েছে।
ভারত বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায় জানিয়ে রিজভী বলেন, সে সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে তাদের কোনো দায় নেই। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায়, তখনই এসব করে।
প্রসঙ্গত, বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের সীমান্ত পার করে বাংলাদেশে পুশ ইন বা ঠেলে দিচ্ছে ভারত। মূলত দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিরুদ্ধেই উঠেছে মুসলিম নাগরিকদের ফের অবৈধভাবে বিতাড়নের অভিযোগ। এছাড়া আসামে নাগরিকত্ব সঙ্কটেও পড়েছে মুসলিম পরিবারগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।