মাইলস্টোন ট্র্যাজেডি: সাহিল ফারাভি আয়ান নামে আরও এক শিশুর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাভি আয়ান (১৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটেউটে এখনো অনেক রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটাপন্ন। যাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
সবশেষ শনিবার (২৬ জুলাই) রাতে ভয়াবহ এ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি দগ্ধ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।