পাইলট সাগরের জানাজা ও দাফন বিকেলে রাজশাহীর সপুরায়

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীতে দাফন করা হবে।
তৌকিরের নানা আজিজুর রহমান জানান, প্রথম জানাজা বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহীতে আনা হবে। বিকেলে নগরীর সপুরা ঈদগাহ ময়দানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই নগরীর সপুরার ভাড়া বাসায় ভিড় করছেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করছেন সবাই।
জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন।