মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

২১ জুলাই ২০২৫ - ১৩:৩৯ অপরাহ্ণ
 0
মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ পাননি। সোমবার (২১ ‍জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। তবে সংখ্যা জানা যায়নি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অগ্নিদগ্ধকে নেয়া হচ্ছে।

বিকেল ৫টা পর্যন্ত খবর অনুযায়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫০ জনকে নেয়া হয়েছে। বেশ কয়েক জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

মাইলস্টোন কলেজের এক শিক্ষক জানিয়েছেন, দোতলা ভবনটিতে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। ক্লাস বেলা ১টার দিকে শেষ হয়েছিল। কিছু শিক্ষার্থী বেরিয়ে গিয়েছিলেন। তবে অনেকে অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন। তখনই বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।