উত্তরায় বিমান বিধ্বস্ত: হাসপাতালে হতাহতদের তালিকা দিলো আইএসপিআর

২১ জুলাই ২০২৫ - ১৩:২১ অপরাহ্ণ
 0
উত্তরায় বিমান বিধ্বস্ত: হাসপাতালে হতাহতদের তালিকা দিলো আইএসপিআর

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর পড়ে। এতে এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ জন নিহত হয়েছেন এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আইএসপিআর বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। তখন নিহতের সংখ্যা ১৮ জানানো হয়েছিল। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে ইএসপিআর জানায়, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৯-এ পৌঁছেছে। প্রশিক্ষণ বিমানের পাইলটও নিহত হয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ ঢাকায় আহত ১৪ ও নিহত ১২; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই, নিহত ২।

উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন যে, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।