ব্যবসায়ী সোহাগ হত্যায় ধরাছোঁয়ার বাইরে ১১ আসামি

পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার এক সপ্তাহ পার হলেও এমন নৃশংসতার রেশ এখনও কাটেনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ জন এজহারনামীয় আসামির মধ্যে ধরা পড়েছেন মাত্র ৮ জন। তারা হলেন- ১ নং আসামি-মাহমুদুল হাসান মহিন, আসামি আলমগীর, মনির ওরফে লম্বর মনির, নান্নু কাজী, সজিব বেপারী, টিটন গাজী, রাজিব বেপারি ও তারেক রহমান রবিন।
এদিকে, নিহত সোহাগের পরিবারের অভিযোগ- কিছু আসামিকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তবে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল-24 কে জানিয়েছেন, বাদীর লিখিত এবং স্বাক্ষরিত এজহারনামা নিয়েই আমরা কাজ করছি। এর মধ্যে কয়েকজন আসামিকে শনাক্তও করা হয়েছে। তবে বাদীর অন্য কোন বক্তব্য আছে কিনা সে সম্পর্কে আমার জানা নেই।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, পলাতকদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। প্রভাবশালী কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।