ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত ডিবির ২ সদস্য

রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদককারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টবল আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার (১৮ জুন) রাত পৌনে একটার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান করছিল। ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মাদক কারবারিদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে দুইজন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।