নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের প্রথা বাতিল, নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার

১০ জুলাই ২০২৫ - ১৭:৫১ অপরাহ্ণ
 0
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের প্রথা বাতিল, নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার

সরকারি দফতরে নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের রীতি বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে এক বিশেষ নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ শব্দ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। এই সংস্কৃতি শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই নয়, সময়ের সঙ্গে সঙ্গে তা অন্যান্য পদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও অনুসৃত হতে থাকে। বর্তমানে অনেক নারী কর্মকর্তাকে এখনো ‘স্যার’ বলে সম্বোধন করা হয়, যা সামাজিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে অসামঞ্জস্যপূর্ণ।

এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা আজ আনুষ্ঠানিকভাবে ওই পুরোনো নির্দেশনা বাতিল করেন। একইসঙ্গে, আগের সরকারের সময় জারি করা অন্যান্য প্রটোকল ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলো পুনর্বিবেচনার জন্য আলোচনায় আসে।

এই বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রটোকলবিষয়ক সব নির্দেশনার পর্যালোচনা ও সংশোধনপত্র উপদেষ্টা পরিষদের কাছে তুলে ধরবে কমিটি।