বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্ক আরোপের তারিখ ঘোষণা করলেও রয়েছে দর-কষাকষির সুযোগ

৮ জুলাই ২০২৫ - ১১:১২ পূর্বাহ্ণ
 0
বাংলাদেশসহ ১৪ দেশে নতুন শুল্ক আরোপের তারিখ ঘোষণা করলেও রয়েছে দর-কষাকষির সুযোগ

নতুন করে শুল্ক আরোপ করে বাণিজ্যযুদ্ধ উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে চিঠি দেওয়া হয়েছে। এতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের কথা বলা হলেও দর-কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প। 

১ আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি বলব, সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে একেবারে শতভাগ নয়।’

চিঠিগুলোই কি তার চূড়ান্ত প্রস্তাব—জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি একে চূড়ান্ত বলব। কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে, তবে আমরা সেটা করব।’

ট্রাম্পের আরোপিত ১৪ দেশের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে লাওস ও মিয়ানমারে। দেশ দুটিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এরপরই রয়েছে কম্বডিয়া ও থাইল্যান্ডে ৩৬ শতাংশ। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান এবং তিউনিশিয়াতে সবচেয়ে কম ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। 

এছাড়া সাইবেরিয়া ও বাংলাদেশে শুল্ক আরোপ করা হয়েছে ৩৫ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকা, বসনিয়া-হার্জেগোভিনাহে ৩০ শতাংশ আর ইন্দোনেশিয়াতে আরোপ করা হয়েছে ৩২ শতাংশ শুল্ক। 

উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করে ট্রাম্প বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় ওই সব দেশের জন্য ১০ শতাংশ শুল্ককে ভিত্তি হিসেবে ধার্য করা হয়।

তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ট্রাম্প দ্রুতই ১০ শতাংশের ওপরে যে শুল্ক ছিল, তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। এ অতিরিক্ত শুল্ক আগামীকাল বুধবার থেকে আবার কার্যকর হওয়ার কথা ছিল। এর আগেই ট্রাম্প সংশ্লিষ্ট দেশগুলোর সরকারপ্রধানদের ওই চিঠি পাঠান।

যদি দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয়, তবে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে গতকাল ট্রাম্প একটি নির্বাহী আদেশে আগামীকালের সময়সীমা আনুষ্ঠানিকভাবে ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন।