ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল নয়টা পর্যন্ত জেলায় চব্বিশ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ফেনী আবহাওয়া অফিস।
শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর গতিতে। টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহন কম থাকায় পায়ে হেঁটে লোকজনকে গন্তব্যে যেতে হচ্ছে।
এদিকে বাড়ছে সীমান্তবর্তী মুহুরি, কহুয়া ও সিলোনীয়াসহ তিনটি নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ফেনীতে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে আজ পর্যন্ত চলছে। মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।