পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিনইয়ামিন রিজিওনাল বিগ্রেড সামরিক ঘাঁটির বাইরে একাধিক উগ্রপন্থি ইহুদিকে সহিংস বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় তাদের মধ্যে কয়েক জনের হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে, যাতে লেখা ছিল, ‘বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক।’ বাহিনীর কমান্ডার বলতে ওই অঞ্চলের রিজার্ভ ইউনিটের প্রধানকে বুঝানো হয়েছে। যার ওপর শুক্রবার বসতি স্থাপনকারীরা হামলা চালায়। খবর টাইমস অব ইসরায়েল
এ ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ক্ষতিকর দিক এড়াতে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে ওই সামরিক ঘাঁটির বাইরে দাঙ্গার কথা নিশ্চিত করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পাশাপাশি তাদের যানবাহনও ভাংচুরের কথা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে। এর বেশি কিছু বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা জানায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ। এছাড়া নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর ওপর যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে ইসরায়েল সেনাবাহিনী ও পুলিশ।