আমি নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলাম: আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের গভীর এক দুঃখের অধ্যায় শেয়ার করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর কেমনভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কীভাবে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিলেন—তা অকপটে বলেছেন অভিনেতা।
আমির ও রীনার প্রেম শুরু হয়েছিল জানালার দু পাশ থেকে একে অপরকে দেখা দিয়ে। তখন দুজনেই ছিলেন প্রতিবেশী। প্রেমের পাগলামিতে আমির একসময় রীনাকে নিজের রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। এরপর গোপনে বিয়ে করেন দুজন। রীনাকে কিছু সময় আমিরের প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ দেখা গিয়েছিল।
তাদের সংসারে ছিল এক ছেলে জুনায়েদ এবং এক মেয়ে ইরা। ২০০২ সালে, ‘লগান’ মুক্তির এক বছর পর, তারা বিচ্ছেদ করেন। বিচ্ছেদ হলেও সম্মান অটুট রয়েছে। আমির বলেন, আমরা চেষ্টা করেছিলাম পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে। বিচ্ছেদের পরও আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান অটুট ছিল।