চাঁদপুরে রাজা ইলিশের দাপট, এক মাছের দাম ১৩ হাজার ছাড়াল!

২৩ জুন ২০২৫ - ১১:২৬ পূর্বাহ্ণ
 0
চাঁদপুরে রাজা ইলিশের দাপট, এক মাছের দাম ১৩ হাজার ছাড়াল!

চাঁদপুরের বড়স্টেশন পাইকারি বাজারে একটি ইলিশ মাছ ১৩ হাজার ৩৮৭ টাকায় বিক্রি হয়েছে, যা এ মৌসুমে এখন পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় ইলিশ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় ক্রেতা-বিক্রেতারা।

সোমবার সকালে ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের বিশাল ইলিশটি বিক্রেতা উত্তর বাবুর কাছ থেকে কিনে নেন নবীর হোসেন নামের এক মাছপ্রেমী। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ধরনের আকারের ইলিশ বাজারে খুব কমই দেখা যায়, যার কারণে এর দামও উঠেছে চোখ কপালে তোলার মতো।

বাজারের প্রবীণ ব্যবসায়ী সম্রাট বেপারী বলেন, “চলতি জুন মাসে বড় আকারের মোট তিনটি ইলিশ এ বাজারে বিক্রি হয়েছে। স্থানীয়ভাবে এগুলোকে আমরা বলি ‘রাজা ইলিশ’। এর আগে একটি মাছের ওজন ছিল ২ কেজি ৩৫০ গ্রাম এবং আরেকটির ২ কেজি ১০০ গ্রাম।”

এই বড় ইলিশগুলো মূলত ধরা পড়ছে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর বিশেষ কিছু অঞ্চলে—বিশেষ করে হাইমচর, বরিশালের হিজলা এবং ভোলার কাছাকাছি নদীবেষ্টিত এলাকায়। স্থানীয় জেলে মোশাররফ হোসেন, যিনি বরিশালের হিজলা এলাকার বাসিন্দা, তিনিই এই ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের ইলিশটি ধরে চাঁদপুরে নিয়ে আসেন।

মাছটি প্রত্যাশিত মূল্যে বিক্রি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। মোশাররফ জানান, “মেঘনায় বড় ইলিশ ধরা পড়ছে, তবে এত বড় ইলিশ পাওয়া এখনো খুবই ভাগ্যের ব্যাপার। বাজারে ভালো দামে বেচতে পেরে খুশি হয়েছি।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বর্ষা শুরুর পর থেকে নদীতে বড় আকারের ইলিশের দেখা মিলছে। ফলে বাজারে এখন ‘রাজা ইলিশ’ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে দাম কিছুটা চড়া থাকলেও, আকার ও মানের কারণে ক্রেতারাও পিছিয়ে নেই।