এবার কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

চেয়ারম্যানের অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে ফের কলম বিরতি শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এ কর্মসূচি শুরু করেছে তারা।
এদিকে গতকাল রোববার এনবিআরের আয়কর বিভাগে উপকর কমিশনার পর্যায়ে পাঁচ কর্মকর্তার রদবদল নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দাবি করেছে আন্দোলন দমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। নেতৃবৃন্দ বলছেন, সরকারি কর্মচারীদের ঢাকার বাইরে বা ভিন্ন জেলায় বদলি করলে যোগদানের জন্য নূন্যতম ৫ কর্মদিবস সময় থাকলেও এনবিআরের সর্বশেষ আদেশে তা মানা হয়নি।উল্লেখ্য, শনিবার (২১ জুন) সংবাদ সম্মেলনে সোমবার ঢাকা সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি, অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।