‘অভ্যুত্থান প্রমাণ করেছে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না’

২২ জুন ২০২৫ - ১২:৫১ অপরাহ্ণ
 0
‘অভ্যুত্থান প্রমাণ করেছে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না’

জুলাই বিপ্লবকে উদ্দেশ্য বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেছেন, সারাদেশে অনেক ছাত্র-জনতা, পুলিশ নিহত ও আহত হয়েছে। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে, জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না। জনগণের প্রাপ্য সেবাও প্রদান করা সম্ভব হয় না। একটি দেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি না থাকলে কখনো উন্নয়ন সম্ভব নয়।

রোববার (২২ জুন) সকালে নোয়াখালীর মাইজদীতে পুলিশ ট্রেনিং সেন্টারের ৫১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে পুলিশের কিছু স্বার্থান্বেষী তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করেছে। ফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি গণমানুষের জনরোষ সৃষ্টি হয়েছে। যার প্রতিচ্ছবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেছে। 

বর্তমান সরকার পুলিশকে প্রচলিত ধারণার ঊর্ধ্বে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর দক্ষ ও জনবান্ধব, মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলার ব্যাপক সংস্কারে হাত দিয়েছে মন্তব্য করেন বলেন, এই সংস্কার সম্পন্ন হলে আশা করছি আমাদের অতীতে যে নীতি বিচ্যুতি হয়েছে তা বস্তুনিষ্ঠার মাধ্যমে উত্তরণের পথ খুঁজে পাবো। এর মাধ্যমে আমরা আমাদের সেবা দেশের জনগণের দৌড়গোড়ায় পৌঁছ দিতে পারবো।

এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং স্টেনারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, অতিরিক্ত ডিআইজি খোন্দকার নুরুন্নবী, নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ অতিথিবৃন্দ।