ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার ভিডিও বার্তা

ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে এই বার্তাটি।
খামেনেয়ি বলেন, ইসরায়েলের হামলায় আমাদের কয়েকজন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাৎরবন করেছেন। যা সবার জন্য কষ্টদায়ক, ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন ও শোক জানাচ্ছি। তবে ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে। মারাত্মক এই ভুলের পরিণতিতে (দখলদার ইসরায়েল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।
ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না মন্তব্য করে তিনি বলেন, ইরানি জাতি তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে।
খামেনেয়ি বলেন, এখন আমাদেরকে ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিমত্তার সাথে পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইসরায়েল যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।