বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরে চীনাদের বিনিয়োগ আহ্বান

বাংলাদেশকে বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে চীনা বিনিয়োগকারীদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘দেশের জনশক্তির অর্ধেকের বেশি ৩০ বছরের নিচে। এই তরুণরা উদ্যমী ও দক্ষ- যাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেয়া হলে উৎপাদনশীলতা বহুগুণে বাড়ানো সম্ভব।
উল্লেখ্য, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রায় ১০০ কোম্পানির ২৫০ জনের বেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা বলেন, চীনা শিল্পপতিরা বাংলাদেশের বাজারকে আগ্রহভরে দেখছেন এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে আগ্রহী।