প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনে ফ্রান্স ও জার্মানির কূটনীতিক
হামলা ও অগ্নিসংযোগের শিকার দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রেঞ্চ রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট ও ডেপুটি জার্মান রাষ্ট্রদূত আঞ্জা কার্স্টেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে অজ্ঞাত কয়েক হাজার লোক প্রথম আলো ও ডেইল স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।
ঘটনার পর গণমাধ্যমের ওপর এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। মামলার প্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ জাড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করে।
ডিএমপি জানায়, এই ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।