ঠাণ্ডা পানি ব্যবহারে হাত খসখসে, ঘরোয়া উপায়েই সমাধান

১৮ জানুয়ারি ২০২৫ - ১৫:০১ অপরাহ্ণ
 0
ঠাণ্ডা পানি ব্যবহারে হাত খসখসে, ঘরোয়া উপায়েই সমাধান

শীতকালে মুখে ক্রিম মাখেন, ঠোঁটে লিপ বাম, পায়ে ফুট ক্রিম। কিন্তু হাতের যত্ন কি কেউ নেন? ঠাণ্ডা পানি দিয়ে বাসন মাজা, কাপড় কাচা সব কাজই করতে হচ্ছে। রান্না করতে গেলে বারবার পানি ঘাঁটতে হয়।

ঠাণ্ডা পানি, সাবান সবই হাতের চামড়ার ক্ষতি করে।

এতে হাতের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। হাতের তালু থেকে খোসার মতো চামড়া উঠতে থাকে। এই সমস্যা দূর করতে শুধু হ্যান্ড ক্রিম মাখলে চলবে না। তাই প্রাকৃতিক উপায়ে কীভাবে হাতের যত্ন নেবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক।
লেবু ও চিনির স্ক্রাব

হাতের চামড়ায় জমে থাকা মৃত কোষ পরিষ্কার করতে লেবুর রস ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এই স্ক্রাব দুই হাতে ১০ মিনিট ঘষুন। চিনি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং লেবুর রস হাত থেকে দুর্গন্ধ দূর করে দেয়।

এই স্ক্রাব হাতকে নরম করে তোলে। চাইলে রোজই ব্যবহার করতে পারেন এই ঘরে তৈরি স্ক্রাব।
 
নারকেল তেল

হাতকে ময়েশ্চারাইজ করার সবচেয়ে সহজ উপায় হলো হ্যান্ড ক্রিম। কিন্তু হ্যান্ড ক্রিম বেশ খরচ সাপেক্ষ। তাই সেই পথে পা না বাড়িয়ে নারকেল তেলের সাহায্য নিন।

কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে দুই হাতে মেখে নিন। প্রতিদিন নারকেল তেল মাখলে হাত নরম থাকবে। তা ছাড়া হাতের চামড়া সহজে কুঁচকে যাবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতের যত্নে এই কাজ সারতে পারেন।
অ্যালোভেরা জেল

হাতের ওপর দিয়ে যে পরিমাণ ঝড় যায়, তাই একটু বেশি খেয়াল না রাখলেই নয়। ধরুন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেললেন, কিংবা মাছ ভাজতে গিয়ে হাতে গরম তেল ছিটকে গেল— এই সবের জেরেও হাতের অবস্থা খারাপ হতে থাকে। আবার বাসন মাজা, কাপড় কাচার সাবানে থাকা ক্ষার হাতের চামড়ার ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই গৃহিণীদের হাতের যত্নে অ্যালোভেরা জেলকে রাখতেই হবে। দিনে একাধিক বার হাতে অ্যালোভেরা জেল মাখতে পারেন। এটি ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে, ত্বককে হাইড্রেট ও নরম রাখে
 
সূত্র : এই সময়