জেলা যুবলীগ নেতা পেলেন কৃষকদলের গুরুত্বপূর্ণ পদ

স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার দোসররা বিচরন করছে নির্ভার গতিতে৷ ঠিক তেমনি ঘটনার বাস্তব প্রতিফলন ঘটলো নবগঠিত সিলেট মহানগর কৃষকদলের কমিটিতে। বিভিন্ন ছত্রছায়ায় উক্ত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদ পেলেন জুলাই-আগষ্টে সিলেটে ছাত্রজনতার উপর সরাসরি আক্রমণে অভিযুক্ত আওয়ামী যুবলীগ নেতা সাইদুর রহমান বাবলু।
তিনি সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এডভোকেট রনজিত সরকারের অনুসারী ছিলেন এবং আগষ্টে সিলেটে ছাত্রজনতার উপর হামলার সরাসরি নেতৃত্ব দেন। কিভাবে একজন আওয়ামী যুবলীগ নেতা গনহত্যায় প্রত্যক্ষ অংশগ্রহণে অভিযুক্ত থাকা স্বত্বেও বিএনপির অঙ্গ-সংগঠন কৃষকদলের গুরুত্বপূর্ণ পদ পেলেন তা নিয়ে নানা প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেন সিলেটের তৃনমুল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।