পিজি হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের তৎপরতা
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১১টা ১৪ মিনিটের দিকে হাসপাতালের ভবনে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিক পর্যায়ে আগুন সৃষ্টির কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ফুটওভার ব্রিজের পাশ থেকে হঠাৎই হাসপাতালের ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে আশপাশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।