কোরআনের ভিত্তিতে সমাজ গঠন ছাড়া শান্তি সম্ভব নয়: জামায়াত আমির

২৩ নভেম্বর ২০২৫ - ১২:১২ অপরাহ্ণ
 0
কোরআনের ভিত্তিতে সমাজ গঠন ছাড়া শান্তি সম্ভব নয়: জামায়াত আমির

দেশে কোরআনের আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, প্রচলিত কোনো ব্যবস্থার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ইমাম ও খতিবদের নেতৃত্বেই একটি আদর্শ সমাজ গড়ে উঠতে পারে। দেশের আইনব্যবস্থা কোরআনের নির্দেশনার ওপর ভিত্তি করে পরিচালিত হলে তবেই একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা পাবে। তাঁর মতে, মসজিদ কমিটি পরিচালিত হবে ইমাম ও খতিবদের পরামর্শে এবং তারা যেন কারও করুণার ওপর নির্ভরশীল না হন—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে যিনি ইমামতি করেন, সমাজেও তারই নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে প্রকৃত মুক্তি আসবে। দেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য কোরআনের সমাজ ব্যবস্থায় ফিরে যাওয়া ছাড়া বিকল্প নেই। “প্রচলিত কোনো তন্ত্র বা ব্যবস্থায় শান্তি আসবে না; আমাদের নবীজী (স.)–এর দেখানো পথেই ফিরতে হবে,” যোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু—সকল পর্যায়ে ইমামের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সমাজের সিদ্ধান্ত ও দিকনির্দেশনা মসজিদের মিম্বার থেকেই আসা উচিত।