ভারতীয় সিনেমায় হাসিনা চরিত্র, টিজারে উঠে এলো ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন

১৮ সেপ্টেম্বর ২০২৫ - ১২:৪২ অপরাহ্ণ
 0
ভারতীয় সিনেমায় হাসিনা চরিত্র, টিজারে উঠে এলো ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আলোচিত চলচ্চিত্র ‘রক্তবীজ ২’। মুক্তির আগে প্রকাশিত টিজারই ইতোমধ্যেই নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

টিজারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চরিত্রকে তুলে ধরা হয়েছে। নির্মাতাদের ভাষ্যমতে, সিনেমাটিতে মূলত ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বন্দ্বের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস, আর ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভূমিকায় দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে

এছাড়া সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরাত জাহান, যারা নিজ নিজ চরিত্রে অভিনয় করেছেন দক্ষতার সঙ্গে।

টিজার প্রকাশের পর বিশেষভাবে প্রশংসিত হয়েছেন অভিনেতা অঙ্কুশ। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই, যার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার দেখে বন্ধু অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— “টিজারটা দারুণ লেগেছে ভাই, গোটা টিমকে জানাই অনেক শুভেচ্ছা।”