এখানো পরিচয় শনাক্ত হয়নি বুড়িগঙ্গা থেকে উদ্ধার ৪ মরদেহের
প্রায় ২৪ ঘণ্টায়ও ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার নারী-শিশুসহ চার মরদেহের পরিচয় শনাক্ত করেত পারেনি পুলিশ। এমনকি চার মরদেহের দাবিদারও কেউ হাসপাতাল কিংবা পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের মীরের বাগ এলাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী ও পাঁচ বছর বয়সি এক শিশুকে। দুইজনের গলা ওড়না দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
পরে সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের বুড়িগঙ্গার মাদারিপুর ঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সি এক নারী ও ৩৫ বছর বয়সি এক পুরুষের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পুরুষটির এক হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল।
নৌ-পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধারের পরই ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলেও চারজনকেই হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।