হজ ও ওমরাহ নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

২৩ আগস্ট ২০২৫ - ১৪:১০ অপরাহ্ণ
 0
হজ ও ওমরাহ নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

হজ ও ওমরাহ যাত্রীদের উদ্দেশে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। অনুমোদন না পাওয়া কিছু প্রতারক হজ ও ওমরাহ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ও ওমরাহ প্যাকেজ প্রচার করে যাত্রীদের প্রতারিত করছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনহীন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের হজ ও ওমরাহ এজেন্সি হিসেবে পরিচয় দিয়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ছড়াচ্ছে। এতে অনেক যাত্রী প্রলোভনের ফাঁদে পড়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, ‌‘লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির তালিকা ছাড়া কাউকে অর্থ প্রদান করবেন না। প্রতারক চক্রের কার্যক্রম ঠেকাতে যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবছর ধর্ম মন্ত্রণালয় সরকার অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকা পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.hajj.gov.bd ও হজ পোর্টালে।