ঐতিহাসিক ৫ আগস্ট: ফ্যাসিস্ট শাসন থেকে বাংলাদেশের মুক্তি দিবস
আজ ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ ১৭ বছরের ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে। যে শাসনামলে হত্যাকাণ্ড, গুম, খুন, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ লুটপাট—এমন কোনো অপকর্ম ছিল না, যা দেশের মানুষকে ভোগ করতে হয়নি।
সে সময় গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। জনগণ ভোটাধিকার হারিয়েছিল; দিনের ভোট রাতে সম্পন্ন হতো, ভোটকেন্দ্রে গিয়ে দেখা যেত—ভোট ইতোমধ্যে ‘দেওয়া’ হয়ে গেছে, অথচ ভোটার নিজেই জানেন না তার ভোটটি কে দিয়েছে।
শাসনামলে ভিন্নমত দমন ছিল নিত্যদিনের ঘটনা। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলত বা লিখত, বিশেষ করে যাদের বক্তব্য ভাইরাল হতো, তাদের জীবনে নেমে আসত গুম ও নির্মম নির্যাতনের বিভীষিকা। রাষ্ট্রীয় বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার একাংশকে ব্যবহার করে এসব বেআইনি কর্মকাণ্ড চালানো হতো।
অবশেষে, দীর্ঘ সংগ্রাম ও হাজারো প্রাণের বিনিময়ে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এক নরপিশাচ স্বৈরশাসককে গদি ছাড়তে বাধ্য করা হয়। ভয়ে দিনের আলো এড়িয়ে দেশত্যাগ করে পালাতে বাধ্য হন তিনি।
৫ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির দিন—যে দিন কখনোই ভুলে যাওয়া যাবে না। ভবিষ্যতে কোনো সরকার যদি একই রকম দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটায়, তবে বাংলার মানুষ আবারও এই দিনের ইতিহাস পুনর্লিখন করবে—ইনশা আল্লাহ।
আমরা বাংলাদেশি, এটাই আমাদের গর্ব।
এই প্রসঙ্গে Revolution 24-এর CEO দীপ চৌধুরী বলেন,
“৫ আগস্ট আমাদের ইতিহাসের এক অনন্য দিন। এই দিনটি প্রমাণ করে, জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই মুক্তির ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।”