ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

দেশে উগ্রবাদ, চরমপন্থা ও ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভিডিওবার্তায় এই আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসুন, নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে শহিদদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।
বিএনপি ক্ষমতায় গেলে নারী প্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে ঘোষণা দেন তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রান্তিক পরিবারের নারী প্রধানদের এই কার্ড দেয়া হবে, যাতে তারা মাসিক আর্থিক বা খাদ্য সহায়তা পায়।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অনেক মা তার সন্তান হারিয়েছেন, আমার মাও (খালেদা জিয়া) তার এক সন্তান আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। নারী সমাজের এই আত্মত্যাগের ধারাবাহিকতা সামনে দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান বলেন, নারীকে মূলধারায় সম্পৃক্ত না করলে নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়। বিএনপি নারীর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বাত্মক পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে নারীর শিক্ষার সুযোগ ও অর্থনৈতিক স্বাবলম্বিতাই পারে পরিবারিক সহিংসতা ও বৈষম্য দূর করতে। তাই আমাদের স্লোগান ‘ক্ষমতায়িত নারী শক্তি, পরিবারের মুক্তি’।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খান রিতার সভাপতিত্বে ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, তাহসিনা রুশদীর লুনা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা, শহিদ পরিবারের সদস্য সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় টকশো উপস্থাপক হাসিনা আখতার বক্তব্য রাখেন।