রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা কম, থাকবে ভ্যাপসা গরম

রাজধানী ঢাকায় শনিবার (১৯ জুলাই) দিনের প্রথমার্ধে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি, ফলে আর্দ্রতা বাড়ায় গরমের তীব্রতাও বেশি মনে হবে। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আপাতত ঝুঁকির আশঙ্কা নেই।
অন্যদিকে, গতকাল রাতে দেওয়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।