জামায়াতের সমাবেশ: যাত্রাবাড়ী দিয়ে ঢাকায় ঢুকছে সারি সারি গাড়ি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের বহনকারী সারি সারি গাড়ি যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রবেশ করছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
এদিকে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বহনকারী যানবাহনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কাজলা, শনির আখড়া, রায়েরবাগ ছাড়িয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল এলাকা পর্যন্ত চলে গেছে।
অন্যদিকে শনির আখড়া ও রায়েরবাগ বাসস্ট্যান্ডে সব রুটে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী কর্মীরা জানিয়েছেন, বেশিরভাগ বাস জামায়াতের সমাবেশে রিজার্ভ নেয়ায় আজকে বাসের সংখ্যা কম।
সাত দফা দাবিতে আজ শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে জামায়াতের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।