‘চাঁদাবাজদের কালো হাত গুঁড়িয়ে দাও’, স্লোগানে মুখর শাহবাগ-শহিদ মিনার

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শাহবাগ থেকে শহিদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে সংগঠনটি।
ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন নয়, এটি রাজনৈতিক শেল্টারের চাঁদাবাজি ও সন্ত্রাসের ধারাবাহিকতা। বিএনপিকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি- ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা চলবে না।’
তিনি আরও বলেন, ‘যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী খুন হওয়ার ভিডিও ছিল মূলধারার মিডিয়ার কাছেই। কিন্তু তারা প্রকাশ করেনি। হাসিনা সরকার বিদায় নিলেও মিডিয়াগুলো এখন অন্য রাজনৈতিক দলের কোলজুড়ে বসেছে।’
আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে- দখলবাজ ও নিপীড়নের বিরুদ্ধে এই দেশের মানুষ একজোট হতে জানে। আবার সেই ঐক্য গড়ে তুলতে হবে।’
এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়েছে।