সময় যেন এখন তাকে দুহাত ভরে সফলতা এনে দিচ্ছে

সময় এখন রাশমিকার

১০ মার্চ ২০২৫ - ১১:০৩ পূর্বাহ্ণ
 0
সময় এখন রাশমিকার

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সময় যেন এখন তাকে দুহাত ভরে সফলতা এনে দিচ্ছে।

নাম লেখাচ্ছেন একের পর এক বিগ বাজেটের সিনেমায়, যা দাপট দেখাচ্ছে বক্স অফিসেও। এর মাধ্যমে তিনিও হয়ে উঠছেন প্রভাবশালী এক নাম। সম্প্রতি এ অভিনেত্রী নতুন এক ইতিহাস গড়েছেন, যা তার ক্যারিয়ারের গ্রাফই বদলে দিতে যাচ্ছে। ভারতের বাঘা বাঘা সব অভিনেত্রীকে টপকে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন দক্ষিণের এই কুইন।

রাশমিকা মন্দানার ভক্ত এখন বিশ্ব জুড়ে। ‘অ্যানিমেল’-এর গীতাঞ্জলি চরিত্রে অভিনয়ের পর ভারতে তার জনপ্রিয়তা চূড়ায় উঠেছে। ফলে দক্ষিণী সিনেমা থেকে ক্যারিয়ার শুরু করা রাশমিকা আইকনে পরিণত হয়েছেন। বর্তমানে বলিউডের অন্য অভিনেত্রীদের ছাড়িয়ে তিনিই নাকি সর্বোচ্চ আয় করা অভিনেত্রী।

রাশমিকার চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে। এই সিনেমায় তার অভিনয় দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। পরে তিনি তামিল, তেলুগু এবং মালায়ালাম সিনেমাতেও অভিনয় শুরু করেন এবং প্রশংসা পান। তবে রাশমিকার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট আসে ২০২১ সালে, যখন তিনি সুকুমার পরিচালিত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করেন।

সিনেমায় শ্রীভল্লি চরিত্রে আল্লু অর্জুনের সঙ্গে তার অসাধারণ রসায়ন নজর কাড়ে সবার, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। পুষ্পা’র মাধ্যমে রাশমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান এবং এটি তার ক্যারিয়ারে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

২০২১ সালে ‘গুডবাই’ এবং ‘মিশন মজনু’র মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেন রাশমিকা। বিশেষ করে মিশন মজনুতে তার অভিনয় প্রশংসিত হয়। সিনেমায় তিনি ভারতীয় জাতীয় নিরাপত্তা সংস্থার এক সদস্যের অন্ধ স্ত্রী হিসেবে অভিনয় করেন। রাশমিকার একটি সুবিধা হলো সব ধরনের চরিত্রে তাকে মানিয়ে যায়।

‘ডিয়ার কমরেড’-এ তিনি হয়েছিলেন নারী ক্রিকেটার। ‘গুডবাই’-এ করেছেন গ্ল্যামারহীন চরিত্র। আবার ২০২৩ সালে ‘অ্যানিমেল’-এ নিজের ‘সুইট গার্ল’ ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। যেকোনো চরিত্রে রাশমিকা তার নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের ক্রমাগত মুগ্ধ করে চলেছেন।