প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন মাহি

মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু, এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়গুণে দর্শকদের মন জয় করেছেন সামিরা খান মাহি। অল্প সময়েই নাটক ও বিজ্ঞাপনে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘কালের কণ্ঠ’ আয়োজিত এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, প্রেম-বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেন তিনি।
এই প্রসঙ্গে মাহি বলেন, “সম্পর্কে গেলে একজন মেয়ে সাধারণত ভাবে, এই মানুষটির সঙ্গেই হয়তো জীবন কাটাতে চাই। আমিও আমার সম্পর্ককে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তবে সবসময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো-কখনো সম্পর্ক টেকে না, সেটা প্রেমই হোক বা বিয়ে। তাই পরিকল্পনা থাকা জরুরি, কিন্তু শেষ সিদ্ধান্তটা নির্ধারণ করে ভাগ্য।”
তিনি আরও জানান, “যেদিন বিয়ের সিদ্ধান্ত নেব, সেদিন তা প্রকাশ্যেই জানাবো।”
বর্তমানে মাহি নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটে সময় দিচ্ছেন। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছাও তার রয়েছে। তবে তিনি বলেন, “আগে দেশের ওটিটিতে অনেক বেশি কাজ হতো। এখন বাজেট সংকট ও অন্যান্য বাস্তবতার কারণে সেসব কিছুটা কমে গেছে।”
বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছেন মাহি। তার ভাষায়, “আমি সিনেমায় কাজ করতে চাই পরিকল্পিত ও পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে। তবে গল্প ও চিত্রনাট্য ভালো হতে হবে। ধীরে ধীরে নিজেকে গড়ছি, এবং ভালো স্ক্রিপ্ট পেলেই সিনেমায় কাজ করব।”
শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সুযোগ এলে অবশ্যই কাজ করব।”
রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনার বিষয়ে প্রশ্নে মাহি স্পষ্টভাবে জানান, “আমি যতদিন অভিনয়ে আছি, ততদিন রাজনীতিতে যুক্ত হওয়ার কথা ভাবছি না। তবে কারও রাজনীতিতে আসা তার নিজস্ব চিন্তাভাবনার বিষয়।”
চরিত্র অনুযায়ী পোশাক পরার কারণে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েন তিনি। এ বিষয়ে মাহির মন্তব্য, “অনেক সময় চরিত্রের প্রয়োজনেই নির্দিষ্ট পোশাক পরতে হয়, যা আমাদের হাতে থাকে না। আগে এসব নিয়ে মন খারাপ হতো, এখন বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।”
নিজেকে আগামী তিন বছর পর কোথায় দেখতে চান জানতে চাইলে মাহি বলেন, “সবকিছু নির্ভর করে দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর। তবে আমি চাই, ভালো কাজ করে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে।”