ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্ন ফাঁস: তদন্তে মাঠে বোর্ড ও প্রশাসন

২১ জুন ২০২৫ - ১৩:৫৬ অপরাহ্ণ
 0
ধামইরহাট থানায় এইচএসসি প্রশ্ন ফাঁস: তদন্তে মাঠে বোর্ড ও প্রশাসন

নওগাঁর ধামইরহাট থানায় এইচএসসি ২০২৫ পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য রাখা ট্রাংক থেকে ‘ইতিহাস ২য় পত্র’ (বিষয় কোড: ৩০৫)-এর একটি সেট খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় সেটটি বাতিল ঘোষণা করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। ঘটনার জেরে থানার দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির সদস্য আ.ন.ম মুফাখখারুল ইসলাম জানান, “প্রশ্নপত্রের মতো সংবেদনশীল নথিপত্র থানার হাজতে আসামির কাছাকাছি রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, থানায় থাকা সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই সময় তদন্ত কমিটির আরও দুই সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

একই দিন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য নির্ধারিত এইচএসসি ২০২৫-এর তিনটি প্রশ্নপত্র ট্রাংক থানার লকার রুমে রাখা হয়েছিল। প্রশ্ন সর্টিং চলাকালে দেখা যায়, একটি ট্রাংকের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং ইতিহাস ২য় পত্রের একটি প্রশ্নপত্রের প্যাকেট লকার রুমের একপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। যদিও কিছু কাগজ ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, তবে প্রশ্নপত্রের সংখ্যা ঠিক আছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

এই ঘটনার সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া গেছে, কেবলমাত্র সেটটি বাতিল করা হয়েছে। বিকল্প সেট সংরক্ষিত থাকায় নির্ধারিত তারিখে পরীক্ষা আয়োজনে কোনো সমস্যা হবে না বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জানা যায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৮ জুন), তবে বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (২০ জুন)। এরপর থেকেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়—২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ট্রাংকের দুটি তালা ভাঙা এবং ভেতরে থাকা ইতিহাসের প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে রয়েছে। এ দৃশ্য ঘিরে জনমনে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে।