বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে সিনেমার নাম বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিনেমার নাম শুধু একটি পরিচয় নয়, বরং গল্পের আবহ, দর্শকের প্রত্যাশা এবং সময়ের ভাষাও প্রকাশ করে। প্রথমদিকের বাংলা সিনেমার নামগুলো ছিল আবেগঘন,সাবলীল এবং সাহিত্যিক। কিন্তু ...