গাজা সিটির দিকে মুখ করা যে কোনো একটি উঁচু মাটির বাঁধ থেকে ভেতরের দিকে তাকালেই চলমান যুদ্ধের ভয়াবহতা সহজেই বোঝা যায়। একসময়ের পরিচিত গাজার মানচিত্র ও স্মৃতি বিলীন হয়ে গেছে। তার জায়গায় এখন ১৮০ ডিগ্রি জুড়ে শুধু ধূসর ধ্বংসস্তূপের এক স্থির ল্যান্ডস্কেপ, বে...