তদবির বাণিজ্য: সাবেক এপিএস মোয়াজ্জেমসহ ৩ জনকে দুদকে তলব

তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যসহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে তুহিন ফারাবিকে ২০ মে, গাজী সালাউদ্দিনকে ২১ মে এবং সাবেক এপিএস মোয়াজ্জেমকে ২২ মে দুদকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক তিনটি চিঠিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।