বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ ৬টি জেলায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব’। আগামীকাল ১০ মে সন্ধ্যা ৭টায় ঢাকাসহ ৬ টি জেলায় একযোগে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ ।
১০ মে ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা অতিথি হিসেবে থাকবেন। এছাড়া চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের মান্যবর রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নন্দন মঞ্চের অনুষ্ঠানে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ এবং শিল্পী সায়ান।
চট্টগ্রামের শিরীষ তলা সি আর বিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারভেজ। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা।
বান্দরবান রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে স্থানীয় জনপ্রিয় ব্যান্ডদল এবং বিশিষ্ট সংগীতশিল্পী নোলক বাবু।
রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুননাহার। সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তার দল। একক সংগীত পরিবেশন করবেন রাফি তালুকদার। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও তার দল।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অরণ্য ব্যান্ড, শান্তি দেবনাথ ও তার দল। এরপর সংগীত পরিবেশন করবেন শিল্পী রূপসা। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রাজিব।