১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই ঢাকার বাইরে তার প্রথম সফর। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপি নেতারা সফরের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ার গাবতলীতে তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। এবার প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসনেও দলের প্রার্থী।
এদিকে, আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার যাবেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে যাবেন তিনি। মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন।