দেশে পৌঁছেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

২৫ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৩ পূর্বাহ্ণ
 0
দেশে পৌঁছেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছানোর পরপরই তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ধন্যবাদ জানান।

এর আগে বিমানবন্দরে অবতরণের পর জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু, যিনি গোলাপ ফুলের মালা পরিয়ে দেন।

দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা ও শীর্ষ পর্যায়ের এই যোগাযোগ রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।