ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, তবে তিনি জীবিত আছেন: ডা. জাহিদ হাসান
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁর ভাষায়, “ক্রিটিক্যাল বলতে যা বোঝায়—ঠিক সেই অবস্থাতেই তিনি আছেন।”
তিনি জানান, হাসপাতালে আনার পর থেকেই হাদির ‘সাইন অব লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ পাওয়া গিয়েছিল। অস্ত্রোপচারের সময়ও অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞরা তাঁর নিজস্ব শ্বাসপ্রশ্বাসের চেষ্টা অনুভব করেন। ডা. জাহিদ বলেন, “তিনি এখনো বেঁচে আছেন—এটাই সবচেয়ে বড় বিষয়।”
অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং অতিরিক্ত রক্তক্ষরণের মতো জটিল পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে হাদিকে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ দেখা দেয় বলে জানান তিনি। “আমরা রোগীর বিষয়ে কোনো আশ্বাস দিতে চাই না, তবে তিনি জীবিত আছেন। বাকিটা আল্লাহর হাতে,”—যোগ করেন চিকিৎসক।
পরিবারের অনুরোধে আরও উন্নত আইসিইউ সুবিধা নিশ্চিত করার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে তাঁর এ স্থানান্তরের তথ্য নিশ্চিত করেন।